মৃত্যুর আগে যে ইঙ্গিত দিয়ে গেছে আছিয়া, অবশেষে সত্যের পর্দা ফাঁস

 


নিজেই বলে গেছে আছিয়া—কে তার উপর ভয়ংকর নির্যাতন চালিয়েছে। তার অসহায় কণ্ঠে উচ্চারিত সেই নামটি শুনে সবাই স্তব্ধ!

ঘটনার শুরু দিন পরিবারের সবাই ভেবেছিল, আছিয়া হয়তো অসুস্থ। কিন্তু সত্যিটা ছিল আরও ভয়ংকর!

তার বোন জানায়, রাতে ঘুমিয়ে ছিল, এরপর. এরপর যা ঘটেছে, তা বলার মতো ভাষা নেই কারও।

তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল, যাতে কিছু বলতে না পারে। সকালে যখন সবাই দেখে, আছিয়া নিস্তেজ হয়ে পড়ে আছে, তখন তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ!

মৃত্যুর আগে আছিয়া চারটি কথা বলে গেছে—যা সত্যের পর্দা ফাঁস করেছে। তার মা, স্বামী, শ্বশুর—সবাই জানত সত্য, কিন্তু ভয় আর লজ্জার কাছে হার মেনেছিল।

Comments

Popular posts from this blog

সেই রাতে শাশুড়ি আমার খাবারে ঘুমের ওষুধ দিছিল; আছিয়ার বোন

মাগুরার আছিয়ার বোনের মুখ থেকে সত্যিটা শোনেন (ভিডিওসহ)

আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)