ইরানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিল চীন



মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে। দিন যত যাচ্ছে, উত্তেজনার মাত্রা ততই বাড়ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন চীনের দিকে—বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে তারা এই সংকটে কী ভূমিকা রাখবে, সেটিই এখন বড় প্রশ্ন।

ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরুর পর সাত দিন পেরিয়ে গেছে। এই অভিযানে মূলত ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি ও শাসকগোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডারসহ গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন।

ওয়াশিংটনভিত্তিক এক মানবাধিকার সংস্থার তথ্যমতে, ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছে, যার মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং আহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে।

এই ঘটনার পাল্টা প্রতিশোধ হিসেবে ইরান শত শত ড্রোন ও প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। এতে ইসরাইলে কমপক্ষে ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। সংঘাতটি এখন আঞ্চলিক গণ্ডি পেরিয়ে বৈশ্বিক নিরাপত্তার হুমকিতে রূপ নিচ্ছে।

Comments

Popular posts from this blog

সেই রাতে শাশুড়ি আমার খাবারে ঘুমের ওষুধ দিছিল; আছিয়ার বোন

মাগুরার আছিয়ার বোনের মুখ থেকে সত্যিটা শোনেন (ভিডিওসহ)

আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)