Posts

Showing posts from June, 2025

টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, যেদিন থেকে শুরু

Image
  সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। জুলাইয়ের প্রথম সপ্তাহে সাপ্তাহিক দুদিন ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি থাকছে। আগামী ৬ জুলাই (রবিবার) পবিত্র আশুরা পালিত হবে। এদিন সরকারি ছুটি। আর আগের দুদিন অর্থাৎ ৪ ও ৫ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (২৬ জুন) ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৬ জুলাই রোববার পবিত্র আশুরা পালিত হবে। গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। এর আগে গত পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল ৯ দিন। সূত্র: বিডিনিউজ

২৪ ঘন্টার মধ্যে রেকর্ড পরিমাণ কমে গেল জ্বালানি তেলের দাম

Image
  ইরান ও ইসরায়েলের মধ্যে 'সম্পূর্ণ ও সর্বাত্মক' যুদ্ধবিরতিতে সম্মতির ঘোষণা আসার পর বিশ্ববাজারে ব্যাপকভাবে কমে গেছে তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে নিজের সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই ঘোষণা দেন। এই ঘোষণার পর বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা হ্রাস পায় এবং বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। ফলে টানা দরপতনের ধারায় এক সপ্তাহেরও বেশি সময় পর তেলের দাম নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। মঙ্গলবার (২৪ জুন) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, বাজারে প্রতিক্রিয়াস্বরূপ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ২.৬৯ ডলার বা ৩.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮.৭৯ ডলারে। এটি ১১ জুনের পর সর্বনিম্ন। অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২.৭ ডলার বা ৩.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৫.৪৬ ডলারে—যা ৯ জুনের পর সর্বনিম্ন রেকর্ড। এদিকে যুদ্ধবিরতির খবরে বিশ্বব্যাপী শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা দেয়। তবে ডলারের দরপতন অব্যাহত থাকে। এর আগে সোমবার (২২ জুন) ইরানের পক্ষ থেকে একটি মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার জে...

বিপজ্জনক মোড়’, সতর্কবার্তা চীনের

Image
  রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে ইরানে মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে চীন। ওয়াশিংটন অতীতের কৌশলগত ভুলের পুনরাবৃত্তি করতে পারে বলেও সতর্ক করেছে বেইজিং। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন-এর একটি ফ্ল্যাশ মন্তব্যে মার্কিন পদক্ষেপকে ‘একটি বিপজ্জনক মোড়’ হিসেবে বর্ণনা করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। ২০০৩ সালের ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে ওই মন্তব্যে বলা হয়েছে, ‘ইতিহাস বারবার দেখিয়েছে যে মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ প্রায়শই অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনে, যার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী সংঘাত এবং আঞ্চলিক অস্থিতিশীলতা।’ আরও পড়ুনঃ প্রেমিককে দিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করান মা সামরিক সংঘর্ষের চেয়ে সংলাপকে অগ্রাধিকার দেয়া একটি পরিমাপিত, কূটনৈতিক দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য ‘সর্বোত্তম আশা প্রদান করে’ বলেও মন্তব্য করা হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়াও। রোববার (২২ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যে যুক্তিই উপস্থাপন করা হোক না কেন, একটি সার্বভৌম রাষ্ট্রের...

ইরানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিল চীন

Image
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে। দিন যত যাচ্ছে, উত্তেজনার মাত্রা ততই বাড়ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন চীনের দিকে—বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে তারা এই সংকটে কী ভূমিকা রাখবে, সেটিই এখন বড় প্রশ্ন। ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরুর পর সাত দিন পেরিয়ে গেছে। এই অভিযানে মূলত ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি ও শাসকগোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডারসহ গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন। ওয়াশিংটনভিত্তিক এক মানবাধিকার সংস্থার তথ্যমতে, ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছে, যার মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং আহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। এই ঘটনার পাল্টা প্রতিশোধ হিসেবে ইরান শত শত ড্রোন ও প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। এতে ইসরাইলে কমপক্ষে ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। সংঘাতটি এখন আঞ্চলিক গণ্ডি পেরিয়ে বৈশ্বিক নিরাপত্তার হুমকিতে রূপ নিচ্ছে।

তিন দিনের ছুটি পাচ্ছে চাকরিজীবীরা

Image
  শবে মেরাজ উপলক্ষে কুয়েতে তিন দিনের ছুটি পেতে যাচ্ছে চাকরিজীবীরা। দেশটিতে আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করেছে কুয়েতে সিভিল সার্ভিস কমিশন। যদিও শবে মেরাজ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ছুটি ২৭ জানুয়ারি পড়ে। কিন্তু কুয়েতি মন্ত্রিসভা একটি দীর্ঘ সাপ্তাহিক ছুটি দিতে বৃহস্পতিবার দিনটিতে এটি পুনঃনির্ধারণ করেছে। এই সময়ে সমস্ত সরকারি অফিস এবং প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামী ২ ফেব্রুয়ারি রবিবার থেকে কার্যক্রম পুনরায় শুরু হবে। এছাড়া, জরুরি সেবা প্রদানকারীরা প্রয়োজন অনুসারে তাদের ছুটির সময়সূচী সমন্বয় করবে। সূত্র: গালফ নিউজ।

স.হ.বা.সের সময় ছেলেরা কেন ঘরের আলো নিভিয়ে দেয়

Image
ঘনিষ্ঠ মুহূর্তে এক এক জন মানুষ এক এক রকম আবহ পছন্দ করেন। কিন্তু সারা বিশ্বেই দেখা যায়, পুরুষদের প্রবণতা থাকে মিলনের মুহূর্তে ঘরের আলো নিভিয়ে দেওয়ার। অন্ধকারেই সঙ্গিনীর সঙ্গে ঘনিষ্ঠ হতে পছন্দ করেন তারা। কিন্তু কেন? সম্প্রতি সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছিল ‘ডায়েট শেফ’ নামের ডায়েট ডেলিভারি এজেন্সি। যে সমীক্ষা তারা চালিয়েছে, তাতে উঠে এসেছে এক অদ্ভুত কারণ। ২০ থেকে ৩০ বছর বয়সী ১০৭৭ জন ব্রিটিশ পুরুষকে সমীক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছিল। সমীক্ষার যে ফলাফল প্রকাশ করা হয়েছে তাতে লেখা হয়েছে, ‘অধিকাংশ পুরুষই নিজের শরীর নিয়ে লজ্জিত। সেই কারণেই মিলনের সময়ে তারা চান ঘরের আলো নিভিয়ে দিতে।’ বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, মিলনের সময়ে ন.গ্ন হতেই হয়। আর ন গ্ন হওয়া মানেই নিজের সঙ্গী বা সঙ্গিনীর সামনে নিজের শারীরিক গড়নকে বেআব্রু করে দেওয়া। নিজের শরীরের গঠন নিয়ে যদি কেউ ল জ্জি ত বা অসন্তুষ্ট বোধ করেন, তিনি স্বাভাবিকভাবেই অন্ধকারের আড়ালে মিলনের কাজটি সারতে চাইবেন। সমীক্ষার অন্তর্গত ৬৪ শতাংশ পুরুষ জানিয়েছেন, তারা তাদের ভুঁড়ির কারণে লজ্জিত। আর ৪৫ শতাংশ পুরু‌ষ নিজেদের শরীরকে মেদবহুল বলে মনে ...

ডাচ বাংলা ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রাখলে মাসিক মুনাফা কত? জেনে নিন

Image
  বর্তমানে সঞ্চয়কারীদের জন্য ব্যাংক থেকে ভালো মুনাফা পাওয়া অন্যতম প্রধান উদ্দেশ্য। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড তাদের মেয়াদী আমানতের (Fixed Deposit) ওপর আকর্ষণীয় মুনাফার হার ঘোষণা করেছে। চলুন জেনে নিই ১ লক্ষ টাকা জমা রাখলে মাসিক কত টাকা মুনাফা পাওয়া যাবে। ডাচ বাংলা ব্যাংকের মেয়াদী আমানত স্কিম: ডাচ বাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমে সর্বনিম্ন আমানতের মেয়াদ ৩ মাস এবং সর্বোচ্চ ৩ বছর। তিনটি মেয়াদভিত্তিক মুনাফার হার নিচের মতোঃ ৩ মাসের জন্য: ৭.০০% বার্ষিক ৬ মাসের জন্য: ৭.১০% বার্ষিক ১ থেকে ৩ বছরের জন্য: ৭.২০% বার্ষিক ১ লক্ষ টাকার মুনাফা কেমন? ধরা যাক আপনি ৩ মাসের জন্য ১ লক্ষ টাকা জমা রাখলেন। ৭% হারে ১ বছরে মুনাফা হবে ৭,০০০ টাকা। ৩ মাসের জন্য সেই হার হবে (৭,০০০ × ৩/১২) = ১,৭৫০ টাকা। এখানে থেকে উৎস কর হিসেবে ১৫% কাটা হবে যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে। অর্থাৎ ১,৭৫০ টাকা × ১৫% = ২৬৩ টাকা কর কর্তন হবে। অতএব, হাতে পাবেন ১,৭৫০ - ২৬৩ = ১,৪৮৮ টাকা। ৬ মাসের জন্য ৭.১০% হারে ১ লক্ষ টাকার মুনাফা হবে: ৭,১০০ × ৬/১২ = ৩,৫৫০ টাকা (বছরের অর্ধেকের জন্য)। কর কাটা হলে হাতে আসবে প্রায় ৩,০১৮ টাকা। ১ বছরের...

ড. ইউনূস যা বললেন, কাঁপছে প্রশাসন! মুজিবের বাড়ি ভাঙা নিয়ে তোলপাড়!

Image
  ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন গুঁড়িয়ে দেওয়ার সময় অন্তর্বর্তী সরকার নীরব ছিল কেন- যুক্তরাজ্য সফরে গিয়ে এক সাংবাদিকের কাছে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) লন্ডনের চ্যাথাম হাউসে ড. ইউনূস বক্তব্য প্রদানের পর স্থানীয় সংবাদকর্মী সামিয়া আক্তার তার কাছে এই প্রশ্ন রাখেন। জবাবে ড. ইউনূস বলেন, ‘সেসময় সরকার কার্যত অচলাবস্থায় পড়ে গিয়েছিল। পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল। আমরা জানতাম না, এই পরিস্থিতি কীভাবে সামাল দেব।’ ওই সাংবাদিকের প্রশ্ন ছিল—যখন সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল, তখন প্রশাসন কেন চুপ ছিল? এসময় সরাসরি ভাঙচুর নিয়ে কিছু না বললেও ড. ইউনূস স্বীকার করেন, ‘একসঙ্গে অনেকগুলো প্রশ্ন আর সমস্যা চলে এসেছিল। সবকিছু একসঙ্গে ঠিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়নি। এটা এমন একটা সময় ছিল, যার মধ্য দিয়ে আমরা গেছি। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই তখন আমাদের জন্য সবচেয়ে বড় কাজ ছিল।’ ‘সেসময় সরকার কার্যত অচলাবস্থায় পড়ে গিয়েছিল। পুলিশ রাস্তায় বের হতেও ভয় ...